dp power by developed & designed web blogs

Friday, May 2, 2014

চন্দন হত্যার প্রতিবাদে বার কাউন্সিলের কর্মসূচি

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আজ শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টার দিকে বার কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ২ থেকে ৮ মে পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব আইনজীবী সমিতির সদস্যরা কালো ব্যাজ ধারণ করবেন। ৩ মে বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বার কাউন্সিলের উদ্যোগে প্রতিবাদ সভা হবে।

বার কাউন্সিলের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে ৪ মে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল, ৫ মে বিক্ষোভ সমাবেশ, ৬ মে মানববন্ধন, ৭ মে প্রতিবাদ সমাবেশ ও ৮ মে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবী সমিতিতে এই কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী ও বিএনপির নেতা সানাউল্লাহ মিয়া প্রমুখ।

No comments:

Post a Comment