dp power by developed & designed web blogs

Saturday, May 3, 2014

আসামে ৩২ মুসলিম হত্যা, ৭০ বাড়িতে আগুন @মানবজমিন

ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় ও বকশা জেলায় গত ২ দিনে উগ্রপন্থীদের সহিংস হামলায় ৩২ মুসলিম নিহত হয়েছেন। সহিংসতায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বকশা জেলায় মানস জাতীয় উদ্যানের কাছে বেকি নদীর তীর ঘেঁষা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে ৭০টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে উগ্রপন্থীরা। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওই জেলার খগড়াবাড়ি গ্রাম থেকে গতকাল গভীর রাতে ৪ শিশু ও ২ নারীসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা শিশু দুটির নাম ইলিনা খাতুন ও আরিফুল ইসলাম। বেকি নদীর কাছে একটি জঙ্গলে লুকিয়ে থাকা ৩টি শিশুকেও উদ্ধার করে পুলিশ। তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। গতকাল রাত পর্যন্ত শিশু ও নারীসহ ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা ৩২ জনে উন্নীত হয়েছে। এ সহিংসতায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসামের মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আসামে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মনমোহন সিংয়ের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়। এদিকে সহিংসতা আক্রান্ত অঞ্চলগুলোতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েনের পরও হামলা অব্যাহত ছিল আসামের জেলা দুটিতে।

No comments:

Post a Comment